‘আন্দোলন কত প্রকার ও কী কী, তা দেখিয়ে দেওয়া হবে’

প্রকাশ : ০৬ মে ২০১৬, ১৮:২৫

সাহস ডেস্ক

প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ বাতিল না করলে ভয়ংকর আন্দোলনের মাধ্যমে আন্দোলন কত প্রকার ও কী কী, তা দেখিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে দলটি। 

শুক্রবার (০৬ মে) জুম্মার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটের সামনে এক বিক্ষোভ সমাবেশে ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর কমিটির সভাপতি এ টি এম হেমায়েতউদ্দিন এ হুমকি দেন।

‘প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬’কে ‘নাস্তিক্যবাদী শিক্ষা আইন’ আখ্যা দিয়ে তিনি আরোও বলেন, ‘প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যবই থেকে ইসলামি সংস্কৃতি-বিষয়ক রচনা, কবিতা ও মহানবী (সা.)-এর জীবনচরিত বাদ দেওয়া হয়েছে। এভাবে যে শিক্ষায় নাস্তিক্যবাদ শেখানো হয়, সে বই আমরা পড়ব না। এ বিষয়ে প্রধানমন্ত্রী পদক্ষেপ না নিলে আন্দোলন কত প্রকার ও কী কী, তা দেখিয়ে দেওয়া হবে।’

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর সড়ক থেকে পুরানা পল্টন, দৈনিক বাংলা এলাকায় বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত