মাওয়ায় পৌঁছেছে পদ্মাসেতু কাঠামোর ১ম স্প্যান

প্রকাশ : ০৮ আগস্ট ২০১৬, ১৭:১০

সাহস ডেস্ক

ইস্পাতের তৈরি প্রায় তিন হাজার টন ওজনের পদ্মাসেতু কাঠামোর প্রথম স্প্যান (সেতুর উপরিঅংশ) চিন থেকে প্রকল্প এলাকা মাওয়ায় পৌঁছেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (০৮ অগাস্ট) বিকেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, প্রথমে স্টিলের কাঠামোগুলো চীনে তৈরি করা হয়েছে। এরপর মংলা বন্দর থেকে ছোট জাহাজে করে সেগুলো মাওয়ার নির্মাণ মাঠে আনা হয়। এগুলো এসে পৌঁছেছে।

মূল সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ কাঠামোয় মোট ৪১টি স্প্যান থাকছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। প্রতিটি স্প্যানের আনুমানিক ওজন দুই হাজার ৯০০ টন। চিনের ফ্যাক্টরিতে ২০ থেকে ৮০ হাজার মিলিমিটার পুরু স্টিলপ্লেট কেটে ওয়েলডিং করে প্রতিটি মেম্বার তৈরি করা হচ্ছে এবং এ ধরনের ১২৯টি মেম্বার দিয়ে একটি স্প্যান গঠিত হয় বলেও জানান তিনি। 

পদ্মা সেতুর অগ্রগতির বিষয়ে মন্ত্রী জানান, এ পর্যন্ত ২৬টি পাইলের কাজ সম্পন্ন হয়েছে। জাজিরা প্রান্তে ভায়াডাক্টের পাইলের কাজ শুরু হয়েছে। 

পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সার্বিক অগ্রগতি ৩৭ শতাংশ বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত