নয়জনের সবাই গুলিতে নিহত: চিকিৎসক

প্রকাশ : ২৭ জুলাই ২০১৬, ১৪:৪৬

সাহস ডেস্ক

রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত সন্দেহভাজন নয়জন জঙ্গির লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তারা সবাই গুলিতে নিহত হয়েছেন। বেশির ভাগ গুলি পেছনের দিক থেকে লেগেছে। ময়নাতদন্তে থাকা চিকিৎসক এসব তথ্য জানিয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে পৌনে দুইটা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে ওই নয়জনের লাশের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের প্রক্রিয়ায় নেতৃত্ব দেন কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ।

পরে সোহেল মাহমুদ বলেন, নিহত নয়জনের ডিএনএর নমুনা নেওয়া হয়েছে। তাদের রক্ত, চুল, ভিসেরাসহ বিভিন্ন নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

সোমবার রাত থেকে শুরু করে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত কল্যাণপুরের একটি বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযানে নয়জন নিহত ও একজন আহত হয়েছেন। পুলিশ বলছে, তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত