জাতীয় প্রেস ক্লাবের বর্তমান কমিটির কার্যক্রমে বাধা নেই

প্রকাশ : ২৭ জুলাই ২০১৬, ১৪:৩৯

সাহস ডেস্ক

জাতীয় প্রেস ক্লাবের বর্তমান কমিটির কার্যক্রমে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আরও তিন মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে প্রেস ক্লাবের বর্তমান কমিটি সকল কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।

বুধবার (২৭ জুলাই) সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিচারিক আদালতে ২০১৪-১৫ মেয়াদের সাবেক কমিটির করা মামলা নিষ্পত্তির আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে বর্তমান কমিটির (২০১৫-২০১৬) সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের লিভ টু আপিলটি করেন।

তিনি জানান, আপিল বিভাগের এই আদেশের ফলে আগামী তিন মাস প্রেস ক্লাবের বর্তমান কমিটির কার্যক্রমে কোনো বাধা রইলো না। বর্তমান সভাপতি মোহাম্মদ শফিকুর রহমানের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।  অ্যাডভোকেট অন রেকর্ড ছিলেন সাধন কুমার বণিক।
প্রেস ক্লাবের ২০১৪-১৫ মেয়াদের (সাবেক) সাধারণ সম্পাদক আবদাল আহমেদের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও মোঃ সালেহউদ্দিন। 

মোঃ সালেহউদ্দিন জানান, তিন মাসের মধ্যে জজকোর্টে করা আবদাল আহমেদের মামলা নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। এ সময় পর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে পারবে মোহাম্মদ শফিকুর রহমানের নেতৃত্বাধীন কমিটি।

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে ক্লাবের বর্তমান কমিটি গঠিত হওয়ার পর এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে জজকোর্টে মামলা করেন ২০১৪-১৫ মেয়াদের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ। ২২ জুলাই কোনো আদেশ না দিয়ে নিম্ন আদালত মামলাটি নথিভুক্ত করলে এর বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করেন আবদাল আহমেদ।  এর প্রেক্ষিতে ৬ আগস্ট বর্তমান কমিটির কার্যক্রমের ওপর ছয় মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন বিচারপতি শরীফউদ্দিন চাকলাদারের একক বেঞ্চ।

নিষেধাজ্ঞার পাশাপাশি রুলও জারি করেন আদালত। রুলে নতুন কমিটির কার্যক্রম পরিচালনায় কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।  নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতিসহ সাতজনকে বিবাদী করা হয়।  বিবাদীদের চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।

মোহাম্মদ শফিকুর রহমানের আবেদনের প্রেক্ষিতে ওইদিনই রাতে নিজ বাসভবনে আট সপ্তাহের জন্য হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত। পরে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বর্তমান কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত