ঢামেকে চলছে ৯ জঙ্গির ময়নাতদন্ত

প্রকাশ | ২৭ জুলাই ২০১৬, ১৩:৪১

অনলাইন ডেস্ক

রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামে পরিচিত তাজ মঞ্জিলে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত ৯ জঙ্গির সুরতহাল প্রতিবেদন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষের হাতে পৌঁছেছে। এরপরই তাদের ময়নাতদন্ত শুরু হয়েছে। 

বুধবার (২৭ জুলাই) বেলা ১১টায় ডিএমপি কর্তৃপক্ষ ঢামেকে ওই সুরতহাল প্রতিবেদন পাঠায়।
 
ঢামেক ফরেনসিক বিভাগের সহকারীর অধ্যাপক সোহেল মাহমুদ জানান, জঙ্গিদের পুলিশের তৈরি সুরতহাল প্রতিবেদন আমাদের হাতে এসে পৌঁছেছে।  এরপরই আমরা ময়নাতদন্ত শুরু করি। 

প্রসঙ্গত,  সোমবার (২৪ জুলাই) মধ্যরাতে  রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কের তাজ মঞ্জিলে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ।  অভিযান চালানোর সময় বাড়ির ভেতরে থাকা ৯ জন জঙ্গি সদস্যের নিহত হয়। বাড়িটির বেশিরভাগ ফ্ল্যাট মেস হিসেবে ভাড়া দেওয়া হয়েছে।