চাঁপাইনবাবগঞ্জে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

প্রকাশ : ২৬ জুলাই ২০১৬, ১৬:৫৪

চাঁপাইনবাবগঞ্জে এনামুল হক (২৬) নামের এক ভুয়া চিকিৎসকের ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত এনামুল সদর উপজেলার হরিষপুরের মেসের আলীর ছেলে।

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান এই দণ্ডাদেশ দেন।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) সহিদার রহমান জানান, এনামুল দুপুরে শহরের শান্তি মোড়ে সেবা ক্লিনিকে গিয়ে নিজে চিকিৎসক না হয়েও সিজারিয়ান এক রোগীকে তার বেডে গিয়ে জোর করে ওষধপত্র দেওয়ার নামে রোগীর ক্ষতি করা চেষ্টা করে। এই সময় র‌্যাবের একটি দল তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে। পরে বিচারক এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান আটক এনামুলকে ১৮৬০ সালের দণ্ডবিধির ২৭৯ ধারায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তার মামলা নং (১৭৮/সি/১৬)।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত