জঙ্গি আস্তানা থেকে ৯ মরদেহ বের করার প্রস্তুতি চলছে

প্রকাশ : ২৬ জুলাই ২০১৬, ১৫:৪৬

সাহস ডেস্ক

রাজধানীর কল্যাণপুরের একটি বাড়িতে জঙ্গি আস্তানায় ‘স্টর্ম টোয়েন্টি সিক্স’ অভিযানের পর ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, অভিযানে নিহত জঙ্গিদের মরদেহ বের করার প্রস্তুতি চলছে। এক ঘণ্টার মধ্যেই মরদেহ বের করে আনা হবে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে ঘটনাস্থল ছেড়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের ব্রিফিং করছিলেন। ভোর ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত ‘স্টর্ম টোয়েন্টি সিক্স’ অভিযান চালায় সোয়াটের নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

তারপর ঘটনাস্থল পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার। বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, আমাদের আর এক ঘণ্টার কাজ বাকি আছে। এক ঘণ্টার মধ্যেই মরদেহ বের করা হবে। যা আলামত পাওয়া গেছে তা মিডিয়া সেন্টারে পাঠিয়ে দিয়েছি। অ‍ামি সেখানে যাচ্ছি। এ বিষয়ে ব্রিফ কর‍া হবে। 

এসময় তার সঙ্গে ছিলেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

ভোরের ওই অভিযানে নিহত হয় ৯ জঙ্গি। গুলিবিদ্ধ অবস্থায় আটক হয় আরও এক জঙ্গি। এ ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ সদস্যও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত