চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু

প্রকাশ | ২৬ জুলাই ২০১৬, ১৩:৪১

অনলাইন ডেস্ক

চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলন শুরু হয়। চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলন ২৯ জুলাই পর্যন্ত চলবে।

সম্মেলন চলাকালে জেলা প্রশাসকরা নিজ নিজ জেলার সমস্যা ও সম্ভাবনার কথা জানাবেন সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে। সম্মেলেনে সরকারের পক্ষ থেকে দেওয়া দিকনির্দেশনা সরকারের প্রতিনিধি হিসেবে বাস্তবায়ন করবেন জেলা প্রশাসকরা। এর আগে জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠানের জন্য সব মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়।

প্রতিবছর ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের নিরবচ্ছিন্ন যোগাযোগ ও রাষ্ট্রব্যবস্থাকে শক্তিশালী করতে জেলা প্রশাসক সম্মেলন গুরুত্ব বহন করে। সরকারের পলিসি বাস্তবায়ন করতে যেসব কর্মকাণ্ড পরিচালিত হয়, মাঠপর্যায়ে তা বাস্তবায়ন করেন জেলা প্রশাসকরা।