আবাসিকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান

প্রকাশ | ২৫ জুলাই ২০১৬, ১৮:৩৪

অনলাইন ডেস্ক

আবাসিক এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ জুলাই) বেলা পৌনে ১২টায় উত্তরার ৪ নম্বর সেক্টর থেকে অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন।
 
অভিযানে ৩৬ নম্বর প্লটের নিচ তলা থেকে তিনটি রেস্টুরেন্টের ফার্নিচার বের করে দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। ওই ভবনে ছিল- এভারেস্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নান্না বিরিয়ানি এবং কুমিল্লা রসমালাই।
 
পরে ৩৪ নম্বর প্লটের নিচতলা থেকে স্পাইসি বাইট নামের ফাস্টফুডের দোকানের ফার্নিচার বের করে বন্ধ করে দেওয়া হয়। এরপর ৪২ নম্বর প্লটে প্লাটিনাম রেসিডেন্স নামের ১০তলা আবাসিক হোটেল বন্ধ করে দেওয়া হয়।
 
অভিযানের সংবাদে ৪০ নম্বর প্লটের বারাকা চাইনিজ রেস্টুরেন্ট বন্ধ করে চলে যান মালিক-কর্মচারীরা।
 
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার জাকির হোসেন জানান, যে সব বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে, তা আবার যাতে বসতে না পারে, সেই দিকে নজর রাখা হবে।