দামুড়হুদায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ আলোচনা সভা

প্রকাশ | ২৫ জুলাই ২০১৬, ১৭:২৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গী নির্মূলে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের উদ্যোগে এ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিরোধ সভায় প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেন, সারা বিশ্বে ইসলামের নামে যে জঙ্গিবাদ দেখছি, সেটা ইসলাম সমর্থন করে না। জঙ্গিবাদ দমনে ইমামসহ আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। ইসলামের মর্যাদা ধরে রাখতে ইমামসহ সকলের এক সাথে কাজ করার প্রয়োজন। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশের একটি মহল নানাভাবে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়।

দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার রশীদুল হাসান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মন্জু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিনসহ পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।