খাগড়াছড়িতে পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:২১

অনলাইন ডেস্ক

খাগড়াছড়ি জেলার সদর উপজেলার চারমাইল এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার (১৫ সেপ্টেম্বর)খাগড়াছড়ি সদর সেনা জোনের মেজর মাকসুদুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে খাগড়াছড়ি-দিঘীনালা সড়কের পাশে চারমাইল এলাকায় একটি পাহাড়ের ওপরে পরিত্যক্ত ঘরে অভিযান চালায় খাগড়াছড়ি সদর সেনা জোনের মেজর মাকসুদুল আলমের নেতৃত্বাধীন নিরাপত্তাবাহিনী। এই সময় কাউকে আটক করতে না পারলেও দু’টি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের বইসহ গুরুত্বপূর্ণ বেশকিছু নথিপত্র উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাতে দিঘীনালা জোনের ক্যাপ্টেন মাহমুদ গোপন সংবাদের ভিত্তিতে দুর্গম বানছড়া এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ-এর সাধন চাকমা (৩০) ওরফে প্রতুত্তর চাকমাকে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক করে। সে দিঘীনালা উপজেলার বড়াদম গ্রামের দয়ালাল চাকমার ছেলে এবং ইউপিডিএফ (প্রসিত) গ্রুফের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তার বিরূদ্ধে দিঘীনালা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।