প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে উঠছে সড়ক পরিবহন আইন

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৭

সাহস ডেস্ক

প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক পরিবহন আইন আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সংসদে উঠছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত সড়ক পরিবহনের নতুন ভবনের কাজ পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সড়ক পরিবহন আইনটি রবিবার জাতীয় সংসদে ওঠার কথা আমি বলেছিলাম। কিন্তু, প্রধানমন্ত্রী আমাকে ও আইনমন্ত্রীকে ডেকে আলাপ আলোচনা করে বলেছেন, যেহেতু রেডি আছে তাহলে দেরি কেন? আজই যেন উত্থাপন করা হয়। কাজেই আমি আইনটি আজই সংসদে উত্থাপন করবো। আশাকরি এই অধিবেশনের শেষের দিকে আইনটি পাস হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জাতিসংঘে বৈঠক প্রসঙ্গে কাদের বলেন, তারা তো এখন একেবারেই নালিশ পার্টি, বাংলাদেশ নালিশ পার্টি। এটা একেবারেই যথার্থ, এটা তারা বার বার প্রমাণ করেছে।

বিএনপির আন্দোলনের বিষয়ে কাদের বলেন, তারা এমন আন্দোলন করবে যাতে নৌকা ভেসে চলে যায়। নৌকা তো ভেসেই আছে। এটা তো ডুবন্ত সাবমেরিন নয়, যে ডুবে আছে ভেসে যাবে। নৌকা ভাসতে ভাসতে আগামী বিজয়ের মাসে বিজয়ের পতাকা নিয়ে ভিড়বে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত