র‌্যাবের অভিযানে জলদস্যু জাকির বাহিনীর প্রধানসহ আটক ৯

প্রকাশ : ২১ আগস্ট ২০১৮, ১৭:৩৫

সাতক্ষীরা প্রতিনিধি

সুন্দরবনে অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্রসহ জলদস্যু জাকির বাহিনীর প্রধান জাকিরসহ তার আট সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৬) এর সদস্যরা। এ সময় ১৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ আগস্ট) দুপুরে র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সোমবার সন্ধ্যায় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের টেংরা খালীর জাকির (২৩), কালিঞ্চি গ্রামের মরলেব সরদার (৪৭), ধুমঘাটের ওমর ফারুক (৩৫), দাতিনাখালীর শাহ আলম সানা (৩৫), কালিগঞ্জের গড়–ইখালীর হাফিজুর রহমান (২৫), বাগেরহাটের কাড়াপাড়ার মিজানুর রহমান (৩২), নওগার ডাকাহাটের রফিকুল ইসলাম (৩৮), মাদারীপুর জেলার কালিকাপুরের সবুজ আকন (৩৫) ও খুলনার বটিয়াঘাটার মোস্তাকিন (২৮)।

র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন জানান, সোমবার বিকালে মালঞ্চ নদী এলাকায় দস্যুতার প্রস্তুতির সময় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। এসময় দস্যুদের ঘিরে ফেলে তাদের সাতটি বিদেশী বন্দুক ও একটি এয়ার গান এবং ১৪৭ রাউন্ড গুলিসহ আটক করা হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত