মহাসড়কেও ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৮, ১২:৫৩

অনলাইন ডেস্ক

রাজধানীর পাশাপাশি দেশের মহাসড়কগুলোতেও কোনোভাবে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সোমবার (১৩ আগস্ট) পুলিশ সরদফতরে প্রেস ব্রিফিং করেন আইজিপি। সেখানে আসন্ন ঈদ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে পুলিশের পদক্ষেপ ও তৎপরতার কথা তুলে ধরেন।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে দেশজুড়ে ট্রাফিক সপ্তাহ পালন করছে পুলিশ। ট্রাফিক আইনের কঠোর বাস্তবায়নের এই কর্মসূচিতে ফিটনেসবিহীন গাড়িকে ঢাকার রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না। যাচাই করা হচ্ছে গাড়ির বৈধতার কাগজপত্র ও চালকের লাইসেন্সও। মহাসড়কেও যেন ফিটনেসবিহীন গাড়ি না চলে এবং যাবতীয় কাগজপত্র বাছাই করা হয়, সেজন্যও ব্রিফিংয়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন আইজিপি।