একদিনে চার শিশুর মৃত্যু

প্রকাশ : ১৩ আগস্ট ২০১৮, ১১:২৫

সাহস ডেস্ক

একদিনে গোসল করতে লেকে ও নদীতে নেমে মৃত্যু হয়েছে চার স্কুল ছাত্রের। ঢাকার রমনা লেকে মারা যাওয়া দুজন কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী। নারায়ণগঞ্জে মেঘনা নদীতে ডুবে মারা গেছে স্থানীয় স্কুলের দুই ছাত্র।

রমনা থানার এসআই রইস উদ্দিন জানান, বিকালে রমনায় ফুটবল খেলা শেষে উইলস লিটল ফ্লাওয়ারের তিন শিক্ষার্থী গোসল করতে লেকে নামে। তাদের একজন কিছুটা সাঁতার জানলেও বাকি দুজন জানত না। এক পর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যেতে থাকে। রমনায় উপস্থিত লোকজন একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারলেও বাকি দুজনকে পাওয়া যায় অচেতন অবস্থায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, দুই কিশোর লেকে ডুবে গেছে খবর পেয়ে তারা রমনায় লোক পাঠিয়েছিলেন। কিন্তু তারা যাওয়ার আগেই স্থানীয়রা দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তাদের অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আদনান ও মাহফুজ নামের ওই দুই শিক্ষার্থী উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে নবম শ্রেণিতে পড়ত। তাদের বয়স ১৫-১৬ বছরের মধ্যে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাড়িয়া গোবিন্দ এলাকায় মেঘনা নদীতে গোসলে নেমে মারা যায় ইয়াসিন (৭) ও বিন ইয়ামিন (৭)।

ইয়াসিন বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া গোবিন্দি গ্রামের কামাল হোসেনের ছেলে; ইয়ামিন একই এলাকার সালাউদ্দিনের ছেলে। ইয়াসিন স্থানীয় হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। ইয়ামিন মুনলাইট কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমজানান, দুপুরে গোসল করতে নদীতে নামে ইয়াসিন ও ইয়ামিন। প্রচণ্ড স্রোতের কারণে তারা পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাদের মৃতদেহ উদ্ধার করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত