সার্ভারে ত্রুটি, ঢাকা ও চট্টগ্রামে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

প্রকাশ : ১১ আগস্ট ২০১৮, ১১:৫০

সাহস ডেস্ক

সার্ভারে যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আপাতত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি বন্ধ রয়েছে।

আজ শনিবার (১১ আগস্ট) সকাল ৮টা থেকে চতুর্থ দিনের মতো ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। আড়াই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় সার্ভারে ত্রুটি দেখা দিলে টিকেট বিক্রি বন্ধ হয়ে যায়।

তবে টিকিট বিক্রি ফের কখন শুরু হবে তা সুনির্দিষ্টভাবে বলতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ।

কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশ চক্রবর্তী জানান, সকাল ১০ টা ৫৫ মিনিটে হঠাৎ সার্ভার বন্ধ হয়ে যায়। সার্ভারে অবশ্যই ত্রুটি আছে। তবে কী কারণে সার্ভার ফেল করেছে তা বলা যাচ্ছে না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত