কমলাপুরে টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ১০:৩২

অনলাইন ডেস্ক

ঈদুল আজহাকে ঘিরে শুরু হয়ে গেছে মানুষের ঘরে ফেরার প্রস্তুতি। তাই এখনই অগ্রিম টিকেট পেতে যাত্রীরা ভিড় জমাচ্ছেন রেলস্টেশনের টিকেট কাউন্টারগুলোতে। গত চারদিন ধরে বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকেট।

তবে, আজ শনিবার সকালে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, অন্য যেকোনো দিনের চেয়ে আজ ভিড় সবচেয়ে বেশি। কারণ, চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দুদিন আগের টিকিট বিক্রি হচ্ছে আজ। সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে।

টিকেট কাউন্টার তথা মূল স্টেশন চত্বর ছাপিয়ে মানুষ দীর্ঘ লাইন দিয়েছে পাশের সড়ক পর্যন্ত। যদিও সবাই টিকেট শেষ পর্যন্ত পাবেন কিনা তাও জানেন না। তবু ঘণ্টার পর ঘণ্টা ধরে রোদ আর গরমের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।  

যাত্রীদের অনেকেই জানিয়েছেন, কাঙ্ক্ষিত টিকেট পেতে গতকাল সন্ধ্যা থেকেই অনেকে অপেক্ষা করছেন। তাদের অভিযোগ, টিকেট বিক্রির গতি শ্লথ।

এবার ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা রাখা হয়েছে। এর মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত রয়েছে। ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে।

ঈদ উপলক্ষে ৯ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে গত মঙ্গলবার ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়।