ডিএসসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

প্রকাশ : ১০ আগস্ট ২০১৮, ১৭:১১

সাহস ডেস্ক

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ আগস্ট পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। গত ৫ আগস্ট ডিএসসিসি সচিব মো. শাহাবুদ্দিন খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ছুটি বাতিল করা হয়।

ডিএসসিসি’র ওই আদেশে বলা হয়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুরহাট ব্যবস্থাপনা, জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতের অনুষ্ঠান এবং কোরবানিজনিত পশুর বর্জ্য অপসারণের সব প্রস্তুতি গ্রহণ ও উক্ত কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার স্বার্থে অদ্য (৫ আগস্ট) হতে আগামী ২৫ আগস্ট ২০১৮ পর্যন্ত ডিএসসিসিতে কর্মরত সব কর্মকর্তা/কর্মচারীর ছুটি বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

ডিএসসিসি’র সচিব মো. শাহাবুদ্দিন খান বলেন, এই সময়ের মধ্যে কোনও কর্মকর্তা-কর্মচারী কোনও ছুটি নিতে পারবেন না। ঈদ ব্যবস্থাপনাকেন্দ্রিক অফিসের প্রয়োজনে যেকোনও মুহূর্তে যে কারও ডাক পড়তে পারে। কোরবানি ঈদের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই আমরা এই আদেশ জারি করেছি।

তবে ডিএসসিসি’র এই আদেশের পাশাপাশি মৌখিক আদেশে শনিবার সরকারি ছুটির দিনও সংস্থার বিভাগীয় কর্মকর্তাসহ শীর্ষ কর্মকর্তারা অফিস করছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত