চাঁদপুরে মুক্তিযুদ্ধকালীন রাইফেল ও বুলেট উদ্ধার

প্রকাশ : ২৯ জুলাই ২০১৮, ১০:৪৯

সাহস ডেস্ক

চাঁদপুরের হাজীগঞ্জে পুরনোও অকেজো রাইফেল এবং গুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা, এগুলো মুক্তিযুদ্ধকালীন অস্ত্র হতে পারে। যুদ্ধকালীন রাইফেল ও বুলেট পাওয়ার খবর শুনে অনেকেই লিটনের বাড়িতে অস্ত্রগুলো দেখতে ভিড় জমায়।

হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, শনিবার বিকালে পৌরসভাধীর রান্ধুনীমুড়া ১০ নং ওয়ার্ডের নতুন চৈয়াল বাড়ির লিটনের বসত ঘরের নির্মাণ কাজ করার ৯টি রাইফেল, ৫১ রাউন্ড বুলেট পাওয়া যায়। লিটন হাজীগঞ্জ থানায় ফোন করে বিষয়টি জানান। বিকালে থানার এসআই আব্দুল মান্নান ঘটনাস্থলে গিয়ে রাইফেল ও বুলেট উদ্ধার করা থানায় নিয়ে যান। 

হাজীগঞ্জ থানার অফিসার ইনসার্জ জাবেদুল ইসলাম জানান, অস্ত্রগুলো সম্ভবত মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। কারণ, যেসব অস্ত্র পাওয়া গেছে তেমন অস্ত্র অস্বিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। রাইফেলের কাঠের অংশ নেই। শুধু লোহার অংশগুলো অবশিষ্ট আছে। এছাড়াও মরিচা পড়া ৫১টি বুলেট উদ্ধার করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত