দিনাজপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা

প্রকাশ : ২৭ জুন ২০১৬, ১৫:২২

আরিফ জাওয়াদ

ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা দিনাজপুরে জমে উঠেছে ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত অবধি চলছে বেচাকেনার ধুম। মার্কেটগুলোতে ভিড় বাড়ছে সব শ্রেণি-পেশার মানুষের। রাতের বাহারি আলোকসজ্জ্বায় বর্ণিল হয়ে উঠেছে মার্কেট-শপিংমল।

জেলার ১৩টি উপজেলার বিভিন্ন বাজারগুলোতে সারে জমিনে গিয়ে দেখা যায়, ক্রেতার উপচেপড়া ভিড়। পোষাক এর পাশাপাশি প্রসাধনী সামগ্রীর বিপনী-বিতানগুলোও কোন অংশে কম নয়; সেজেছে রঙ্গিণ সাজে। 

বিক্রেতারা বলছেন, ভারতীয় সিরিয়ালের নামে নামকরণ করা ও চাইনা পোশাকের কদর রয়েছে। অন্যান্য বারের তুলনায় বিক্রিও বেশি হচ্ছে।

এ দিকে ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, কাঙ্কিত পণ্য এখনও পছন্দ করতে পারছেন না তারা। যেসব পণ্য পছন্দ হয় তার দাম নাগালের বাহিরে। তাছাড়া আগের বছরের তুলনায় অনেক পণ্যেরই দাম বেড়েছে।

পোশাকের পাশাপাশি সুগন্ধি (আতর, সুরমা) এর দোকানগুলোতে ও বেড়েছে ব্যস্ততা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত