বেনাপোল কাস্টমস হাউসের ২০ কর্মকর্তার রদবদল

প্রকাশ : ২৩ জুলাই ২০১৮, ১২:৩৯

সাহস ডেস্ক

বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ ও আমদানি রফতানি বাণিজ্যকে আরও গতিশীল করার লক্ষ্যে বেনাপোল কাস্টমস হাউসের ২০ কর্মকর্তাকে এক সঙ্গে রদবদল করা হয়েছে।

রবিবার (২২ জুলাই) কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়।

রদবদল করা হয়েছে, কাস্টমস হাউসে আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক চেকপোস্ট থেকে আনস্টাফিং শাখায়, নুর মোহাম্মদ শুল্কায়ন গ্রুপ-২ থেকে আই আর এমতে, মোহাব্বত সোবহান বিশেষ পরীক্ষণ  গ্রুপ-১ থেকে চেকপোস্ট কার্গো শাখায়, আজম মোল্যা আমদানি পরীক্ষণ গ্রুপ-৪ থেকে আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমসে, সমীরণ আচার্য্য শুল্কায়ন গ্রুপ-৫ থেকে পরীক্ষণ গ্রুপ-২ তে, বিল্লাল হোসেন শুল্কায়ন গ্রুপ-৭ থেকে শুল্কায়ন গ্রুপ-১ এ, আবছার উদ্দিন আই আর এম থেকে শুল্কায়ন গ্রুপ-৪ এ, এমদাদুল হক আমদানি পরীক্ষণ গ্রুপ-২ থেকে শুল্কায়ন গ্রুপ-৪ এ, আব্দুস সালাম আমদানি পরীক্ষণ-১ থেকে পরীক্ষণ-৫ এ রদবদল করা হয়েছে। এছাড়া খন্দকার গোলাম মোর্তজা আই আর এম অতিরিক্ত দায়িত্ব প্রশাসন শাখা থেকে বদলি হয়েছেন পরীক্ষণ গ্রুপ-৩ এ, হুমায়ন কবির খান শুল্কায়ন গ্রুপ-১ শাখা থেকে পরীক্ষণ গ্রুপ-১ এ, কামরুল ইসলাম কার্গো শাখা থেকে শুল্কায়ন গ্রুপ-৭ এ, হবিবুর রহমান শুল্কায়ন গ্রুপ-৩ থেকে কার্গো শাখায়, হারুন অর রশিদ কার্গো শাখা থেকে আটক ও ব্যাগেজ শুল্কায়ন শাখায়, মৃনাল কান্তি সরকার শুল্কায়ন গ্রুপ-৪ থেকে পরীক্ষণ গ্রুপ-৪ এ, এসএম আজিজুর রহমান আমদানি পরীক্ষণ গ্রুপ-৫ থেকে শুল্কায়ন গ্রুপ-৬ এ, রাজিয়া সুলতানা রফতানি শুল্কায়ন গ্রুপ-৮ থেকে আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমসে, নমিতা রায় আন্তর্জাতিক চেকপোস্ট থেকে শুল্কায়ন গ্রুপ-৩ এ, কামরুজ্জামান আটক ও ব্যাগেজ শুল্কায়ন শাখা থেকে শুল্কায়ন গ্রুপ-৫ এ, শুভাশীষ কুমার আমদানি পরীক্ষণ গ্রুপ-৩ থেকে শুল্কায়ন-১ এ।

চলতি অর্থবছরের ২০১৮-২০১৯ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল কাস্টমস হাউসকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৫ হাজার ৪৮৩ কোটি টাকা। গত অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৫২৩ কোটি টাকা। সে হিসাবে গত অর্থ বছরের চাইতে এবার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে ৯৬০ কোটি টাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত