রাসিক নির্বাচন

এক মঞ্চে চার মেয়র প্রার্থী

প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৯:৪২

রাজশাহী প্রতিনিধি

একমঞ্চে পাশাপাশি বসে সমৃদ্ধ রাজশাহী গড়ার ঘোষণা দিয়েছেন রাজশাহী সিটি নির্বাচনে অংশগ্রহণকারী চার মেয়র প্রার্থী।

তারা হলেন, আওয়ামী লীগের এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, গণসংহতি আন্দোলন সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদ ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান।

ঢাকাস্থ রাজশাহী বিভাগীয় সাংবাদিক সমিতি আয়োজিত ‘কেমন রাজশাহী চাই’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে এ চার মেয়র প্রার্থী একমঞ্চে উঠে মেয়র নির্বাচিত হলে সমৃদ্ধ রাজশাহী নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

রবিবার সকালে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে এর আয়োজন করা হয়।

সমিতির সভাপতি খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঢাকাস্থ রাজশাহী বিভাগীয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি আনোয়ার হক। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

সংলাপ অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নিয়ে রাজশাহীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর, নাট্য অভিনেতা এমএ আজিজ, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট উপস্থিত ছিলেন।

বক্তারা রাজশাহীর উন্নয়নে সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নের কথা তুলে ধরেন। পরে একে একে মেয়র প্রার্থীরা বক্তব্য রাখেন। নির্বাচিত হলে তারা দূর্নীতি মুক্ত নগর ভবন গড়ে তোলার পাশাপাশি ঘোষণা দেন নাগরিক সেবা নিশ্চিত করার। পরিকল্পিত এবং সমৃদ্ধ নগরী গড়ার পরিকল্পনার কথাও জানান তারা।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত