দোয়ারায় সুরমা নদীর উপর নির্মিত হবে মুক্তিযোদ্ধা সেতু

প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৬:৫৫

নুর উদ্দিন

দোয়ারাবাজারে সুরমা নদীর উপর প্রস্তাবিত মুক্তিযোদ্ধা সেতু নির্মিত হচ্ছে। বহুল প্রত্যাশিত মুক্তিযোদ্ধা সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণে উপজেলা জুড়ে আনন্দের সঞ্চার হয়েছে। সুরমা নদীর উপর সেতু নির্মাণ বাস্তবায়ন হলে জেলা শহর সুনামগঞ্জসহ রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। তাছাড়া দোয়ারাবাজার উপজেলা হবে সুনামগঞ্জ জেলার মধ্যে অন্যতম একটি পর্যটন সম্ভাবনাময় উপজেলা।

দোয়ারাবাজার উপজেলা সদরে সুরমা নদীর উপর সেতু নির্মাণের লক্ষ্যে শুক্রবার সরেজমিন পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ সেতু নির্মাণ কর্তৃপক্ষের দুইজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী। ওইদিন সকালে সেতু নির্মাণ কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেনসহ একজন নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে একটি পরিদর্শক দল উপজেলা পরিষদের সম্মুখে সেতুর নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান ঘুরে দেখেন।

এ সময় পরিদর্শক দলকে সহযোগিতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মহুয়া মমতাজ, এলজিইডি’র উপজেলা সহকারী প্রকৌশলী মাহমুদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার মাহবুবুল আলম, সদর ইউপির সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল খালেক প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ জানান, দোয়ারাবাজার উপজেলা সদরে সুরমা নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ সেতু নির্মাণ কর্তৃপক্ষের একটি টিম পরিদর্শন করেছেন। তারা সেতু নির্মাণের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দেবেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত