রুমাল মোড়ানো অবস্থায় ২৭ লাখ টাকার স্বার্ণ জব্দ

প্রকাশ : ১৮ জুলাই ২০১৮, ১৮:১৯

সাহস ডেস্ক

টেকনাফে রুমাল মোড়ানো অবস্থায় একটি প্যাকেট থেকে ৪টি স্বার্ণের বার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। বারগুলোর ওজন প্রায় ৬৬০ গ্রাম। এর বাজারমূ্ল্য প্রায় ২৭ লাখ ১৬ হাজার টাকা।

সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, বুধবার (১৮ জুলাই) ভোরে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের অধীন টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডলের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। ওই অভিযানে টেকনাফের কেরনতলী এলাকা থেকে একটি সিএনজিচালিত গাড়িকে সন্দেহ হলে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। এসময় গাড়িটি সংকেত না মেনে একটি রুমালে মোড়ানো প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেট তল্লাশি করে ৬৬০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়।

আব্দুল্লাহ আল মারুফ জানান, এই ঘটনায় কোনও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ১৬ হাজার ৯০০ টাকা। জব্দকৃত স্বর্ণ টেকনাফ কাস্টমস এ হস্তান্তর এর প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত