স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

প্রকাশ : ১৭ জুলাই ২০১৮, ১৪:১০

সাহস ডেস্ক

পদ্মা নদীতে প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট ছাড়িয়ে মাওয়া চৌরাস্তা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারির জট সৃষ্টি হয়েছে। পণ্যবাহী ট্রাকসহ পারাপারের অপেক্ষায় আছে ছোট-বড় প্রায় হাজার  গাড়ি।

গতকাল সোমবার (১৬ জুলাই) পদ্মার প্রচণ্ড ঢেউয়ের কারণে সীমিত আকারে ফেরি চলাচল করলেও সারা দিন বন্ধ থাকে এই রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক আবদুল আলিম জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে সোমবার রাতে মাত্র তিনটি ফেরিতে যানবাহন পারাপার করা সম্ভব হয়েছে।

জানা গেছে, স্রোত থাকলেও নদীতে ঢেউ কমে যাওয়ার ফলে আজ মঙ্গলবার সকাল থেকে ১৫টি ফেরি চলাচল করছে। চালু করা হয়েছে লঞ্চ ও স্পিডবোট। আবহাওয়া অনুকূলে থাকলে শিমুলিয়ায় অপেক্ষমাণ গাড়িগুলো আজ পারাপার করা সম্ভব হবে বলে আশা করেন আবদুল আলিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত