অনিয়ম মুক্ত সিটি নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

প্রকাশ : ১৪ জুলাই ২০১৮, ১৩:৫৬

সাহস ডেস্ক

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে যতোটা সম্ভব অনিয়ম মুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট।

শনিবার (১৪ জুলাই) সেতুভবনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতে এ অবস্থান জানতে চান বলে জানিয়েছেন মন্ত্রী।

সিটি নির্বাচনে সরকারের অবস্থান জানতে চেয়েছে ওয়াশিংটন বলে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচনের কথাও তারা বলবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন ভালোভাবে হোক ।

ওবায়দুল কাদের আরও বলেন গাজীপুরের নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে বলে তারা বলেছেন। এছাড়া খুলনা সম্পর্কেও মন্তব্য করেন। যাতে সামনের নির্বাচনগুলোতে যতটা সম্ভব অনিয়ম মুক্ত করার জন্য তারা সরকারের অবস্থান জানতে চেয়েছেন।

সরকার বরাবর একই অবস্থানে আছে, অনিয়ম যেখানে, সেখানে নির্বাচন কমিশন অলরেডি ব্যবস্থা নিয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত