বেলা ও সুন্দরীকে বাঁচানো গেল না

প্রকাশ : ১৪ জুলাই ২০১৮, ১৩:১৯

শেরপুর প্রতিনিধি

শেরপুরের আলোচিত জোড়া যমজ কন্যা শিশু মৃত্যুর কাছে হার মেনেছে। যমজ কন্যা শিশুর নাম রাখা হয় ‘বেলা’ ও ‘সুন্দরী’।

১৩ জুলাই শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। তার আগে বুধবার উন্নত চিকিৎসার জন্য যমজ শিশুকে শেরপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকদের পর্যবেক্ষণ শুরু হওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

নিহতদের নানা মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকলেই আমাদের সহায়তা করেছে। ডাক্তাররা চেষ্টা করেছেন। তারপরও বেলা ও সুন্দরীকে বাঁচানো গেল না।

উল্লেখ্য, গত ৭ জুলাই শনিবার সকাল ৯টার দিকে শহরের মাধবপুর এলাকার ফ্যামিলি নার্সিং হোমে পৌর এলাকার চাপাতলী মহল্লার গরিব রিকশাচালক রুবেল মিয়ার স্ত্রী রেহেনা বেগম (২১) মাথা জোড়া লাগানো ওই যজম কন্যা শিশুর জন্ম দেন। সিনিয়র গাইনি বিশেষজ্ঞ ডা. আব্দুল গণি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই মাথা জোড়া লাগানো যমজ দুই বোনকে ভূমিষ্ট করাতে সক্ষম হন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত