টাঙ্গাইলে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ : ১৪ জুলাই ২০১৮, ১৩:০৫

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে র‌্যাবের পৃথক দু’টি অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৯৩ পিছ ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার দিবাগত রাতে পৃথক এ দুটি অভিযান পরিচালনা করে র‌্যাব সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদরের বনবাড়িয়া পূর্বপাড়া গ্রামের মোঃ বেলাল শেখ এর ছেলে মোঃ শহিদুল শেখ (২২), রামগাতি এলাকার মোঃ শহিদুল ইসলাম এর ছেলে মোঃ আশরাফ আলী (৩৮), পাইকপাড়ার মোঃ সামাদ এর ছেলে মোঃ আশরাফুল মন্ডল (২৪) ও মৃত আবু সাইদ এর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩২)।

র‌্যাবের উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা সকলেই পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে জেলার শহর এলাকাসহ অন্যান্য এলাকায় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রাণীসম্পদ অফিস ও ভেটেনারি হাসপাতালের পশ্চিমপাশে মেইন রোড ও বেবিস্ট্যান্ড বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯৩ পিছ ইয়াবা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত