শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল বিঘ্নিত

প্রকাশ : ১২ জুলাই ২০১৮, ১২:২৮

সাহস ডেস্ক

স্রোতের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। স্রোতের প্রতিকূলে ফেরিগুলো নৌ চ্যানেল পারি দিতে পারছে না। বার বার ঘাটে ফিরে আসছে ফেরিগুলো। এ কারণে নৌরুটের নিয়মিত ১৬টি ফেরির স্থলে এখন চলছে মাত্র ১১টি ফেরি। ফেরি স্বল্পতায় শিমুলিয়া ঘাটে দেখা দিয়েছে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। কমপক্ষে চারশ ট্রাক ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তীব্র স্রোতের কারণে দুর্ঘটনার আশঙ্কা করছেন কর্মকর্তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্হাপক মো. গিয়াসউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, ‘বেশ কয়েকদিন ধরে পদ্মায় প্রচুর স্রোত দেখা দিয়েছে। স্রোতের গতির থেকে ফেরির ইঞ্জিনের গতি কম হওয়ায় ফেরিগুলো স্রোতের প্রতিকূলে টিকতে পারছে না। পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে সৃষ্টি হয়েছে ঘুর্ণাবর্ত। ওই টার্নিং পয়েন্টের মুখ দিয়ে চ্যানেলে ঢুকতে একটি ফেরি আরেকটি ফেরিকে পাশ কেটে যাওয়ার সময় স্রোতের টানে ফেরি চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। এতে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। ঘুর্ণাবতের এই স্রোতের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে ফেরিগুলোর যানবাহন নিয়ে আবার একই ঘাটে ফিরে আসার ঘটনাও ঘটেছে।’

তিনি আরও জানান, ‘ফেরি চলাচলের সমস্যার কারণে চারশ’ ট্রাক নদী পার হওয়ার অপেক্ষা করছে। ঘাটের পার্কিং এলাকায় জায়গা সংকুলান না হওয়ায় মহাসড়কে যানবাহন পার্কিং করে রাখা হয়েছে।’

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সরোজিৎ কুমার ঘোষ জানান, ‘ফেরি চলাচলের বিঘ্নিত হওয়ার কারণে ট্রাকগুলো আটকে গেছে। প্রায় চারশ’ ট্রাক মাওয়া চৌরাস্তা পর্যন্ত পার্কিং করে রাখা হয়েছে। তবে যাত্রীবাহী যানবাহন তেমন নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত