বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

প্রকাশ : ১২ জুলাই ২০১৮, ১১:৩৯

সাহস ডেস্ক

ঝিনাইদহের মহেশপুরের পুরন্দপুর মাঠে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরু ওরফে নুরুল ইসলাম নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। এ সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (১১ জুলাই) রাত আড়াইটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নুরু যশোরের চৌগাছা উপজেলার বন্নী গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

ঝিনাইদহ কোটচাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, জেলার মহেশপুর থানার টহল পুলিশ রাত আড়াইটার দিকে খালিশপুর জীবননগর সড়কের পুরন্দপুর নামক স্থানে পৌঁছে দেখতে পায় সড়কে গাছ ফেলে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে, পুলিশ ও পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধ শুরু হয়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, এক রাউন্ড গুলি, হাঁসুয়া ও গাছ কাটা করাত উদ্ধার করা হয়েছে।

বন্দুকযুদ্ধে নুরু নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। মরদেহ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে। নিহত নুরুর নামে মহেশপুর, চৌগাছা ও জীবননগর থানায় একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত