হিলিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেট ও ফেন্সিডিল উদ্ধার

প্রকাশ : ২৫ জুন ২০১৮, ১৬:২৩

সাহস ডেস্ক

দিনাজপুরের হিলি সীমান্তের মুহাড়াপাড়া এলাকা থেকে গরু মোটাতাজাকরণের নিষিদ্ধ ট্যাবলেট, ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  (বিজিবি)। 

সোমবার (২৫ জুন) ভোররাতে এসব মালামাল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫১ লাখ ৪৮ হাজার টাকা।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার আব্দুল মান্নান জানান, ভারত থেকে ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে চোরাকারবারিরা সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করছে এমন সংবাদ পেয়ে ফোর্স নিয়ে সীমান্তের মুহাড়াপাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় চোরাকারবারিরা বিজিবি’র  উপস্থিতি টের পেয়ে ৭টি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো থেকে নিষিদ্ধ ১ লাখ ৫৮ হাজার ডেক্সিন ট্যাবলেট,১০ হাজার প্রাকটিন  ট্যাবলেট,২৬৭ বোতল ফেন্সিডিল ও এক বোতল মদ উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাওকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত