সুমন জাহিদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন

প্রকাশ : ১৪ জুন ২০১৮, ১৭:০০

সাহস ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে সাক্ষী ও একাত্তরে শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহামুদ সাংবাদিকদের জানান, ময়নাতদন্তের রিপোর্টের আলোকে বলা যায়, তার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে। ধারণা করছি, ট্রেনে কাঁটা পড়ে তার মৃত্যু হয়েছে। আমরা লাশের ভিসেরা পরীক্ষার জন্য পাঠিয়েছি। এই পরীক্ষাগুলোর রিপোর্ট হাতে আসলে আরও স্পষ্ট হবো কীভাবে তার মৃত্যু হয়েছে।

তার শরীরে অন্য কোনও আঘাতের চিহ্ন আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. সোহেল মাহমুদ বলেন, ‘তার মাথা, পিঠ ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এগুলো ট্রেন দুর্ঘটনার কারণে হতে পারে বলে আমারা ধারণা করছি।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত