নীলফামারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশ | ১৩ জুন ২০১৮, ১১:২৪

অনলাইন ডেস্ক

নীলফামারীতে পৃথক স্থানে পানিতে ডুবে কেয়া আক্তার (১২) ও মিম আক্তার (১১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুন) দুপুরের দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলায় ঘটনা দুটি ঘটে।

নিহত কেয়া উপজেলার গদা গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও মিম আক্তার রনচন্ডি ইউনিয়নের চম্পাপুল পাড়া গ্রামের মন মিয়ার মেয়ে। কিশোরগঞ্জ থানার ওসি হারুন-অর-রশিদ এই তথ্য নিশ্চিত করেন।

রনচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছার রহমান বিমান জানান, মিম ওই এলাকায় নানা আলীর বাড়িতে থেকে লেখাপড়া করতো। ঘটনার দিন দুপুর ২টার দিকে বাড়ির পেছনে পুকুরে আম কুড়াতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায়। পরে দুপুর আড়াইটার দিকে পুকুড়ে তার লাস ভেসে উঠে।

অপরদিকে, উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম জানান, কেয়া বাড়ির অদূরে ধাইজান নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
কিশোরগঞ্জ থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, নিহতদের পরিবারের কারও কোনও অভিযোগ না থাকায় চেয়ারম্যানের মাধ্যমে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
সাহস২৪.কম/আল মনসুর