অতিভারী বর্ষণের পূর্বাভাস বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে

প্রকাশ : ১২ জুন ২০১৮, ১৭:০১

সাহস ডেস্ক

বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১২ জুন) সকালে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও দমকা/ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিলি) থেকে অতিভারী (৮৯ মিলি) বর্ষণ হতে পারে। অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

গত ২৫ ঘণ্টায় রাঙামাটিতে ২৬৪ মিলি, সীতাকুণ্ডে ১৯৬ মিলি, সেন্টমার্টিনে ১৬১ মিলি, মাইজদী কোর্টে ১৩৬ মিলি, খুলনায় ১২৪ মিলি, বরিশালে ৪৫ মিলি ও সিলেটে ২৩ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

সাহস২৪.কম/রনি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত