পানিতে তলিয়ে গেছে বান্দরবান-চট্টগ্রাম সড়ক

প্রকাশ : ১২ জুন ২০১৮, ১৬:৩৪

সাহস ডেস্ক

বান্দরবান জেলার কেরানীহাটের বাজালিয়া এলাকার মাহালিয়ায় বান্দরবান-চট্টগ্রাম সড়কটি পানিতে তলিয়ে গেছে। টানা চারদিন বৃষ্টির পর মঙ্গলবার (১২ জুন) সকালে পাহাড়ি ঢলে সড়কটি ডুবে যায়। ফলে চট্টগ্রামসহ সারা দেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এদিকে গতকাল সোমবার ডুবে যাওয়া রাঙামাটি-বান্দরবান সড়কটি এখনও বন্ধ আছে। সোমবার সকাল থেকে কোনও যানবাহন চলাচল করতে পারছে না। ত‌বে অনেকেই নৌকা দি‌য়ে ডুবে যাওয়া অংশ পার হ‌য়ে রাঙামা‌টি, বাংগালহা‌লিয়া ও ডলু পাড়াসহ বিভিন্ন এলাকায় যা‌চ্ছেন। এছাড়া টানা বর্ষণের কারণে বান্দরবানের নিম্নাঞ্চলগুলোও ধীরে ধীরে প্লাবিত হচ্ছে।

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সজীব আহম্মেদ বলেন, মঙ্গলবার সকালে প্রধান সড়কটি ডুবে গেছে। এই সড়কটি উঁচু করার জন্য একটি প্ল্যানিং ঢাকায় পাঠানো হয়েছ্বে। এটার অনুমোদন হয়ে গেলে আগামী বর্ষার আগেই সড়ক উঁচু করার কাজ শুরু করবেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত