পদ্মাসেতুর ৩৫ শতাংশ কাজের অগ্রগতি: সেতুমন্ত্রী

প্রকাশ : ২২ জুন ২০১৬, ১৮:১৮

সাহস ডেস্ক

পদ্মাসেতুর ১৪ নম্বার পাইলিংয়ের কাজ শেষ হয়েছে এবং মূল সেতুর ৩৫ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২২ জুন) দুপুরে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলি এলাকায় বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, চলতি বর্ষায় সেতুর নির্মাণকাজের কোনো ব্যঘাত ঘটবে না।

তিনি যানবাহনে চলাচলের বিষয়ে একটি মোটরসাইকেলে ২জনের বেশি আরোহী বন্ধের কথা বলেন। এছাড়া মোটরসাইকেল চালকদের দুর্ঘটনা এড়াতে অবশ্যই হেলমট ব্যবহার করতে হবে বলে জানান মন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত