অস্বস্তিকর গরম আরো কয়েকদিন থাকবে

প্রকাশ : ২৮ মে ২০১৮, ১৩:৫১

সাহস ডেস্ক

রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকায় বয়ে যাওয়া অস্বস্তিকর গরম অন্তত দুই থেকে তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এসময় গরমে বাতাসে আর্দ্রতা বেশি হওয়ায় অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।

গত দু’দিন থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে গরমের তীব্রতা বেড়েছে, গরমে কাহিল হয়ে পড়েছেন রোজাদাররা। সোমবারও (২৮ মে) রোদের তীব্রতা বেড়েছে ঢাকায়। মৌসুমী বায়ু (বর্ষাকাল) শুরু না হওয়া পর্যন্ত এ অবস্থার উন্নতি হচ্ছে না বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদেরা।

আর বাতাসে আদ্রতা বেশি থাকায় গরম আরও বেশি অনুভূত হচ্ছে। সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।

আবহাওয়াবিদ মিজানুর রহমান সকালে বলেন, বর্তমানে খুলনা অঞ্চলে বেশি তাপমাত্রা বিরাজ করছে। ঢাকাতেও রোদ্রের তীব্রতা রয়েছে। তবে তাপমাত্রা আর বেশি বাড়বে না।

খুলনা অঞ্চলে বর্তমানে মৃদ্যু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা বিভাগের যশোরে রবিবার (২৭ মে) দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ নিঝুম রোকেয়া আহমেদ বলেন, আগামী দুই থেকে তিনদিন গরমের তীব্রতা থাকবে। বৃষ্টি হলেও এক পশলা হতে পারে। তবে টানা বৃষ্টি এখনই থাকছে না।

বাংলাদেশে বর্ষাকাল শুরু হলে বৃষ্টিতে আবহাওয়ার রূপের পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

আবহাওয়াবিদ মিজানুর রহমান বলেন, মৌসুমী বায়ু বর্তমানে সাউথ বে’তে (দক্ষিণ বঙ্গোপসাগরে) অবস্থান করছে। জুনের শুরু থেকে বাংলাদেশের ওপর বিরাজ করবে। সে সময় বৃষ্টিপাত হবে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সাধারণত তিন মাস অবস্থান করে এবং সে সময় প্রচুর বৃষ্টিপাত হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। পশ্চিম লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশ হয়ে পশ্চিম বঙ্গ থেকে উত্তর পূর্ব-বঙ্গোপাসাগর পর্যন্ত অবস্থান করছে।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত