পদ্মায় পন্টুন থেকে পড়ে লঞ্চযাত্রী নিখোঁজ

প্রকাশ : ২৪ মে ২০১৮, ১৩:৫১

সাহস ডেস্ক

মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে অজ্ঞাতপরিচয় এক লঞ্চযাত্রী (৫০) নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ মে) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিখোঁজ ওই ব্যাক্তি টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রী ছিলেন। তিনি লঞ্চ পারাপার হয়ে গোপালগঞ্জ যাচ্ছিলেন।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ি ঘাট পরিদর্শক আক্তার হোসেন জানান, বুধবার রাত ৯টার দিকে শিমুলিয়া ঘাট থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রী নিয়ে লঞ্চটি জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি লঞ্চ ঘাটে আসে। এসময় লঞ্চ থেকে নেমে ওই যাত্রী লঞ্চের এক পন্টুন থেকে আরেক পন্টুনে যাওয়ার সময় দুই পন্টুনের ফাঁক দিয়ে পানিতে পড়ে যায়। পরে প্রতক্ষ্যদর্শীদের মাধ্যমে খবর পেয়ে তাকে পানিতে অনেক খোঁজার পরও তার সন্ধান পাওয়া যায়নি।

এদিকে টুঙ্গিপাড়া এক্সপেসের সুপারভাইজার শহিদুল ইসলাম জানান, ওই যাত্রী ঢাকার গুলিস্তান থেকে টিকেট কেটে গোপালগঞ্জ যাচ্ছিলেন। কাঁঠালবাড়ি ঘাটে এসে গাড়ি ছাড়ার সময় যাত্রী গুনে দেখা যায় একজন কম। পরে অন্য যাত্রীরা জানায় ওই যাত্রীটি পন্টুন থেকে পানিতে পড়ে গেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ওই যাত্রী পন্টুন থেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার পর ঘাট এলাকার বিভিন্ন স্থানে তাকে খোঁজা হচ্ছে।

সাহস২৪.কম/তানভীর/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত