কুমিল্লা ও নড়াইলের দুই মামলা

খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আজ

প্রকাশ : ২৪ মে ২০১৮, ১২:৫০

সাহস ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লা ও নড়াইলে দায়ের করা দুটি মামলায় জামিন চেয়ে আবেদনের ওপর আজ বৃহস্পতিবার (২৪ মে) আবারও শুনানি হবে। গত মঙ্গলবার এ দুই মামলায় শুনানি শুরু হয়।

গতকাল বুধবার (২৩ মে) বিচারপতি মো. আসাদুজ্জামান ও জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ দ্বিতীয় দিনের শুনানি শেষে এ দিন ধার্য করেন।

গত ২০ মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী খন্দকার মাহবুব হোসেন কুমিল্লার দুটি নাশকতার মামলা ও নড়াইলের মানহানির একটি মামলায় জামিনের আবেদন করেন। কিন্তু কার্যতালিকায় শুধু কুমিল্লার হত্যা মামলা ও নড়াইলের মামলাটি একসঙ্গে আনা হয়।

গতকাল দ্বিতীয় দিনের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তার অসমাপ্ত বক্তব্য শেষ করেন। এ সময় মওদুদ আহমদ, এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।

অপরদিকে, কুমিল্লার বিস্ফোরক মামলাটি বৃহস্পতিবার শুনানির জন্য রাখা হয়।

সাহস২৪.কম/রনি/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত