জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সঙ্গে স্থায়ী প্রতিনিধির বৈঠক

প্রকাশ : ২২ মে ২০১৮, ১৩:৫১

সাহস ডেস্ক

মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গেনার স্থানীয় সময় সোমবার (২১ মে) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

এসময় স্থায়ী প্রতিনিধি জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের দায়িত্ব গ্রহণের জন্য ক্রিস্টিনকে অভিনন্দন জানিয়ে বিশেষ দূত আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব সদস্য দেশের সহযোগিতায় তার ওপর অর্পিত দায়িত্ব প্রতিপালনে তিনি সক্ষম হবেন।

আলাপকালে আগামী জুন মাসে তিনি মিয়ানমার সফরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। রাষ্ট্রদূত মাসুদ মহাসচিবের বিশেষ দূতকে দ্রুততম সুবিধাজনক সময়ের মধ্যে বাংলাদেশ  সফরের আমন্ত্রণ জানান।

বিশেষ দূত বলেন, তিনি বাংলাদেশে ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর বক্তব্য সরাসরি শুনতে আগ্রহী। তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের উদারতার সাথে মানবিক  আশ্রয়দানের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রসংশা করেন।

ক্রিস্টিন শ্রেণার বার্গেনার সুইজারল্যান্ডের একজন পেশাদার কূটনীতিক। তিনি এর আগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে জার্মানি ও থাইল্যান্ডে দায়িত্ব পালন করেন।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত