‘মুখে হাসি, চোখে নিঃসীম শূন্যতা’

প্রকাশ : ২২ মে ২০১৮, ১৩:০৪

সাহস ডেস্ক

রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শনে এখন বাংলাদেশে বিশ্বখ্যাত ভারতীয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। রোহিঙ্গা শিবিরে গিয়ে শিশুদের হাত ধরে রোহিঙ্গা শিবির ঘুরে দেখলেন প্রিয়াংকা।  দেখলেন তাদের দুর্দশা অমানবিক অনিশ্চিত জীবন।

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারির সঙ্গে বান্ধবী মেগান মার্কলের বিয়েতে যোগ দেওয়ার দুই দিনের মধ্যে ইউনিসেফের মিশন নিয়ে বাংলাদেশে এলেন প্রিয়াঙ্কা।

সোমবার (২১ মে) সকালে ঢাকায় শহাজালাল বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে রওনা হয়ে বিকালে তিনি কক্সবাজার পৌঁছান।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি প্রিয়াঙ্কা।

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানিয়েছেন, চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন এ অভিনেত্রী। মঙ্গলবার সকালে উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা  ক্যাম্প এবং টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। বুধবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

এর আগে সকালে বাংলাদেশে পৌঁছানোর পর ফেসবুকে লিখেছিলেন, ইউনিসেফের মাঠ পর্যায়ে পরিদর্শনের অংশ হিসেবে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাচ্ছি। সেখানে শরণার্থী হয়ে আসা শিশুরা রয়েছে। আমার ইনস্টাগ্রামে সেখানকার সব অভিজ্ঞতা শেয়ার করব। এ বিষয়টি নিয়ে বিশ্বের ভাবা উচিত। ভাবতে হবে আমাদেরও।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র আফরাজুল হক টুটুল আরও জানান, কক্সবাজার বিমানবন্দর থেকে প্রিয়াংকা চোপড়া সড়ক পথে ইনানি যান। সেখান থেকে মেরিন ড্রাইভ ধরে  টেকনাফের বাহারছড়া শামলাপুর ক্যাম্পে যান।

তার আসার খবর পেয়ে মানুষের ভিড় যেমন জমে গিয়েছিল তেমনি পুলিশ নিরাপত্তা বলয় তৈরি করেছিল। তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন তখন পুলিশকে ভিড় নিয়ন্ত্রণ  করতে মানুষকে সরিয়ে দিতে হচ্ছিল। এসময় প্রিয়াংকা পুলিশের কর্মকর্তাকে ডেকে তাদের ধাক্কা দিয়ে সরাতে মানা করেন।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত