লেগেই আছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট

প্রকাশ : ১৮ মে ২০১৮, ১৬:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কে যানজট দেখা দিয়েছে। রোজা শুরুর প্রথম দিনে মহাসড়কে যানজট দেখা দেয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এর মধ্যে 

পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও বাসের সংখ্যাই বেশি।

শুক্রবার (১৮ মে) সকাল থেকেই জামালদি বাসস্ট্যান্ড থেকে পাখিরমোড় পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। ফেনীতে উড়ালসড়ক নির্মাণের জন্য মহাসড়কে রেলক্রসিং অংশের 

আধা কিলোমিটার পথ একমুখী করায় পরিস্থিতি শোচনীয় আকার ধারণ করে।

সড়কপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব ২৬৪ কিলোমিটার, ফেনীর সমস্যা সেই পথে ৭০ কিলোমিটার দীর্ঘ যানজটের রেকর্ড করেছে। সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে এই অস্বাভাবিক 

পরিস্থিতি বজায় রইল। যানজট স্থানান্তর হয়েছে মাত্র। যেখানে এই দূরত্ব অতিক্রম করতে ৭-৮ ঘণ্টা লাগার কথা, সেখানে ২২-২৪ ঘণ্টাও লেগেছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, ঢাকামুখী যানবাহনের চাপ বেশি এই অংশে। কিছুদিন ধরেই মহাসড়কে যানজট অব্যাহত আছে। 

গজারিয়া অংশের ১৩ কিলোমিটার সড়কে যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ।

সাহস২৪.কম/রনি/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত