আন্দোলনের বিকল্প নেই: ফখরুল

প্রকাশ : ১৮ মে ২০১৮, ১৬:২৬

সাহস ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ হাজার হাজার নেতা-কর্মীকে মুক্ত করতে আন্দোলনের কোনো বিকল্প নেই বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

শুক্রবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনের ভাসানী ভবনে একটি গানের সিডি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‌খালেদা জিয়াকে সরকার ভয় পায়। সেজন্য তাকে কারাবন্দি করে রেখেছে। তারা জানে যদি খালেদা জিয়া বাইরে থাকেন তাহলে জনগণের জোয়ার সৃষ্টি হবে। 

আগামী নির্বাচনে যদি খালেদা জিয়া অংশ নেন তাহলে তাদের ভরাডুবি হবে। এ কারণে তারা অত্যন্ত সুকৌশলে চক্রান্ত করে নির্বাচনের আগে এ মামলার কার্যক্রম দ্রুত শেষ করতে 

চায়।

তিনি বলেন, সেই আন্দোলনের জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের মধ্যে দিয়েই এই দানব সরকারকে সরাতে হবে। মার্কিন রাষ্ট্রদূতও খুলনার 

নির্বাচনের তদন্ত চেয়েছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আজকে সারা পৃথিবী জানে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। গণতন্ত্রের কোনো জায়গা নেই। সরকারের একটাই 

কাজ প্রতিপক্ষকে দমন করা।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলেছি আগামী সংসদ নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না, যদি বিরোধীদল সেই নির্বাচনে অংশ না নেয়, যদি নিরপেক্ষ সরকারের অধীনে সেই 

নির্বাচন না হয়, যদি সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনী মোতায়েন করা না হয়। ৫ জানুয়ারির মতো কোনো নির্বাচন এদেশের জনগণ আর মেনে নেবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, বিএনপি নেতা অধ্যাপক আমিনুল ইসলাম, সালাহ উদ্দিন শিশির, আকবর হোসেন নান্টু, 

জাসাসের ভাইস প্রেসিডেন্ট আহসান উল্লাহ চৌধুরী, মাকসুদুর রহমান টিপু, মহানগর বিএনপি নেতা মীর হোসেন মিরু, ইকবাল হোসেন নান্টু প্রমুখ।

সাহস২৪.কম/রনি/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত