প্রথম রমজানেই নির্ধারিত দাম মানছেন না মাংস ব্যবসায়ীরা

প্রকাশ : ১৮ মে ২০১৮, ১৬:০১

রমজান মাসের জন্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে মাংসের দাম নির্ধারণ করে দিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। কিন্তু গরুর মাংস প্রতি কেজি ৪৮০ থেকে ৫০০ টাকা, খাসির 

মাংস ৮০০ টাকা  কেজি দরে বিক্রি করছেন। ব্যবসায়ীদের দাবি বেশি দামে পশু কেনায় দাম বেশি নেওয়া হচ্ছে।

শুক্রবার (১৮ মে) প্রথম রমজানেই নির্ধারিত দাম মানছেন না কোন ব্যবসায়ী। আগের দামেই মাংস বিক্রি করছেন। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য মিলেছে।

সিটি করপোরেশনের নির্ধারিত মূল্য অনুযায়ী, রমজা‌নে দেশি গরুর মাংস প্র‌তি কেজি ৪৫০ টাকা, ভারতীয় গরুর মাংস ৪২০ টাকা, ম‌হিষের মাংস ৪২০ টাকা, ভেড়ার মাংস ৬০০ টাকা এবং খাসির মাংস ৭২০ টাকা কেজি 

দরে বিক্রি করতে পারবেন ব্যবসায়ীরা।

সেগুনবাগিচা বাজারের গরুর মাংস বিক্রেতা খোকন এন্টারপ্রাইজের মালিক মো. খোকন বলেন, আমরা বেশি দামে বিক্রি করছি না। আগের দামেই বিক্রি করছি। সিটি করপোরেশনের নির্ধারণ করে দেওয়া দামের বিষয়ে 

জানতে চাইলে তিনি বলেন, ওই দামে দিমু তবে অর্ধেক হাড্ডি-চর্বি লইতে হইবু। না হলে পারুম না।

রাজধানীর মোহাম্মাদপুরে একই চিত্র দেখা গেছে। এ বাজারে খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৫০০ টাকা কেজি। সিটি করপোরেশনের দামের কোনো তালিকা পাওয়া যায়নি।

একজন মাংস বিক্রেতা বলেন, এখন মালের দাম বেশি। সিটি করপোরেশন থেকে এখনও কোনো কাগজ পাইনি। এজন্য আগের দামেই মাংস বিক্রি করছি।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, আমরা রমজান উপলক্ষে সবাইকে একটু সুখে রাখতে চাই। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব জায়গাতেই নির্ধারিত মূল্যে মাংস বিক্রি হচ্ছে। যেখানে 

ব্যতিক্রম হচ্ছে আমরা শনিবার (১৯ মে) থেকে বাজার ঘুরে দেখবো। আশা করছি ঠিক হয়ে যাবে।

সাহস২৪.কম/রনি/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত