সাতক্ষীরায় ঝুঁকি নিয়ে পাঠদান

প্রকাশ : ১৮ মে ২০১৮, ১৫:০৬

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে জীবনের ঝুকি নিয়ে স্কুল করছেন হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

১৩৫ জন ছাত্র/ছাত্রী নিয়ে হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জরাজীর্ণ ছোট্ট একটি টিনের ছাউনির ঘরে লেখাপড়া করছে শিক্ষার্থীরা। ছোট্ট একটি টিনের ছাউনি তার ভিতরে বসার জায়গা পর্যন্ত নেই। তার উপর কাল বৈশাখীর ঝড়ে ঘরটি যে কোন সময় উড়ে যাওয়ার আতঙ্কে দিন যাপন করছে স্কুলের কোমলমতি শিশুরা।

স্কুলটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠা লাভ করলেও ২০১৩ সালে স্কুলটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। এর মধ্যে গত ১৬ মে (বুধবার) বেলা ২টার সময় ঘূর্ণিঝড় ও বৃষ্টির কারণে শিক্ষার্থীরা স্কুলের মধ্যে ভয়ে কান্নাকাটি করতে থাকে। পরে শিক্ষকরা স্কুলের সকল ছাত্র/ছাত্রীদের নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন।

স্কুলের প্রধান শিক্ষক রথীন কুমার দাশ বলেন, স্কুলের ছেলে মেয়েরা ভয়ে আতঙ্কে স্কুলেই আসতে চাইছে না। সে জন্য স্কুলের ভবনটি খুবই প্রয়োজন।

আশাশুনি উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার বলেন, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে পত্র দেওয়া হয়েছে। আশা করছি দ্রুত সমস্যার সমাধান হবে।

সাহস২৪.কম/খান/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত