সাতক্ষীরার শিশু ধর্ষণচেষ্টায় ৫ বছরের কারাদণ্ড

প্রকাশ : ১৭ মে ২০১৮, ২০:১৬

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার দায়ে আলমগীর হোসেন ওরফে আলীম নামের এক ব্যক্তিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন ওরফে আলীম কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের হায়েজ উদ্দীন সরদারের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, বোয়ালিয়া গ্রামের আলমগীর হোসেন ওরফে আলীম একই গ্রামের ১০ বছরের এক শিশু কন্যাকে প্রায় সময়ই উত্ত্যক্ত করতো। ২০১০ সালের ২০ এপ্রিল রাত ৯টার দিকে মেয়েটি প্রকৃতির ডাকে ঘরের বাইরে এলে আলমগীর তাকে মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে।

এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ পর্যালোচনা ও মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে আদালত এ রায় দেন। এ রায়ের সময় আলমগীর পলাতক ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

সাহস২৪.কম/তানভীর/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত