বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ আনন্দে সিরাজগঞ্জে আতশবাজি

প্রকাশ : ১৭ মে ২০১৮, ১৯:১৪

সোহাগ লুৎফুল কবির

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে বাংলাদেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ উপলক্ষে বর্ণিল আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে রাত সাড়ে ৮টার দিকে শহরের যমুনা পারের হার্ড পয়েন্টে নিরাপত্তা বেষ্টনী বজায় রেখে এ আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বর্ণিল আতশবাজি দেখতে তরুণ তরুণী ও নানা বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় ঘণ্টাব্যাপী এই আতশবাজি প্রদর্শীত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের দোয়া ছিল বলে এ স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতার পর যেমন ভূ উপগ্রহ তৈরি করেন, তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যুগান্তকারী সাহসী পদক্ষেপে এই স্যাটেলাইট উৎক্ষেপন সফলভাবে বাস্তবায়ন করেন।

সাহস২৪.কম/তানভীর/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত