‘মিথ্যা সংবাদ’ প্রকাশের অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ১৭ মে ২০১৮, ১৫:৩৯

শেরপুর প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করার অভিযোগে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামালা হয়েছে।

বুধবার (১৬ মে) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু শেরপুরের সি.আর  আমলী আদালতে ১ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।

মামলার এজাহার বলা হয়, হুসেইন মুহাম্মদ এরশাদ তার পালিত কন্যা নিপা রানী কর্মকারকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিজ খরচে উপস্থিত থেকে রবিবার (১৩ মে) বিবাহ দেন। এসময় বিবাহের খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু দৈনিক আমার দেশ অনলাইন পত্রিকায় পালিত কন্যা নিপাকে বিয়ে করলেন এরশাদ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

এতে জাতীয় পার্টির চেয়ারম্যানসহ পার্টির সকল নেতাকর্মীদের সম্মানহানী হয়েছে দাবি করে এ মামলা করা হয়।

নালিতাবাড়ী সি.আর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর তালুকদার মামলাটি গ্রহণ করে জেলা পুলিশের ডিবির ওসিকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

সাহস২৪.কম/তানভীর/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত