নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৬ মে ২০১৮, ১৬:২৩

সাহস ডেস্ক

রাজধানীর দক্ষিণখানে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তিনি পেশায় পোশাকশ্রমিক ছিলেন। নিহত পোশাকশ্রমিকের নাম আজিজা আক্তার (২৭)।

বুধরাব (১৬ মে) সকাল ৯টার দিকে দক্ষিণখান এলাকার একটি টিনশেড বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, স্বামীকে দিয়ে দক্ষিণখান এলাকার একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন আজিজা।  স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তাদের কোনো সন্তান নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঝগড়ার এক পর্যায় স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সাহস২৪.কম/রনি/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত