রোহিঙ্গাদের জন্য ভারতের ত্রাণ আসছে মে মাসে

প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৮, ১৬:৩৬

সাহস ডেস্ক

রোহিঙ্গা শরণার্থীদের জন্য দ্বিতীয় ধাপে বাংলাদেশকে সাহায্য করতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী পাঠাচ্ছে ভারত। মে মাসের প্রথম সপ্তাহে এসব ত্রাণ সমগ্রী দেশে এসে পৌঁছাবে।

ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান।

এসময় রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত আসন্ন বর্ষার কথা চিন্তা করে শুকনো খাবার, কেরোসিন স্টোভ, শুটকি, গামবুটসহ বিভিন্ন দ্রব্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রায় দুই বছরে আগে ভারত সফরে গেছেন। এবার ভারতের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের আমন্ত্রণ রয়েছে। এমনভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে মধ্য মন্ত্রী ও সচিব পর্যায়ের সফর ও আলোচনা চলছে, আগামীতেও চলবে।

 

সাহস২৪.কম/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত